কর অঞ্চল-৪, চট্টগ্রামের সামগ্রিক অধিক্ষেত্র

 

কোম্পানীজ

নন-কোম্পানীজ (বৈতনিক সহ)

১.

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত ইংরেজী বর্ণমালার প্রধান অক্ষর C, E, I, R, W, X, Z দ্বারা আরম্ভ লিমিটেড কোম্পনী এবং এর পরিচালকবৃন্দ।      

 

১.

সরকারী ও বেসরকারী  ডাক্তার যাহাদের নাম এর অদ্যাক্ষর (মোঃ, ডাঃ ব্যাতিত) ইংরেজী বর্ণমালার “A” হতে  “Z”  দ্বারা শুরু।

২.

চট্টগ্রাম সিভিল জেলার ইংরেজী বর্ণমালার ‘এ’ থেকে ‘জেড’ (A to Z) বর্ণ দ্বারা শুরু সকল- ক্লিনিক, হাসপাতাল, প্যাথলজি ও ডায়াগনষ্টিক সেন্টার এবং তাদের পরিচালক বৃন্দের কর মামলা সমূহ।

 

২.

কোম্পানী ব্যতীত চট্টগ্রাম সিভিল জেলার ইংরেজী বর্ণমালার ‘এস’ থেকে ‘জেড’ (S to Z) বর্ণমালা দ্বারা শুরু ঠিকাদার শ্রেণীর কর মামলা সমূহ।

৩.

চট্টগ্রাম সিভিল জেলার সকল- ফার্মাসিউটিক্যালস এবং তাদের পরিচালকবৃন্দ।

 

৩.

চট্টগ্রাম সিভিল জেলা সদর দপ্তরে অবস্থিত বিভিন্ন বেসরকারী সংস্থা সমূহ (লিমিটেড কোস্পানী সহ) যাদের নামের প্রথম অক্ষর ইংরেজী বর্ণমালা C, E, I, R, W, X, Z বর্ণমালা দ্বারা শুরু সেসকল সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর মামলা সমূহ।

৪.

চট্টগ্রাম সিভিল জেলার সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট স্কুল, কলেজ ও কিন্ডার গার্টেন, কোচিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের

 

৪.

পর্যায় নির্বিশেষে চট্টগ্রাম সিভিল জেলার সকল- ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, চাটার্ড একাউন্টেন্ট ও আইনজীবি।

৫.

কক্সবাজার সিভিল জেলায় অবস্থিত নিম্নলিখিত এলাকা সমূহ (লিমিটেড কোম্পানী ও তাদের পরিচালকবৃন্দ এবং বৈতনিক কর মামলা ব্যতীত)

 

৫.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত ওয়ার্ড নং ১৬, ২৩, ২৯, ৩০, ৩১, ৩৩, ৪০ ও ৪১।

 

 

 

৬.

কক্সবাজার জেলার সকল কর মামলা সমূহ;

 

 

 

৭.

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সিভিল জেলার সকল কর মামলা সমূহ;