ইভেন্ট তারিখ:
পাবলিশ তারিখ: 28-12-2024
শনিবার (২৮ ডিসেম্বর) কর অঞ্চল-৪ এর কর কমিশনার জনাব আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কক্সবাজারে খুরুশকুল রাস্তার মাথায় অবস্থিত কর অফিস পরিদর্শন করেন।
এ সময় কর অঞ্চল-৪ এর কর্মকর্তাদের সাথে এনবিআর চেয়ারম্যান এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বলেন, ‘কর আদায় বাড়ানোর পাশাপাশি, করদাতাদের সেবা আরও সহজতর করতে হবে এবং রাজস্ব সংগ্রহের পরিপূর্ণতা নিশ্চিত করতে হবে।’ এছাড়া, এনবিআর চেয়ারম্যান ভবিষ্যতে কর রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপের উপর আলোচনা করেন এবং কর পরিশোধের সংস্কৃতিকে আরও শক্তিশালী করার জন্য নতুন কৌশল প্রণয়ন করার জন্য পরামর্শ দেন।
https://banijjoprotidin.com/archives/326158
কক্সবাজারের রয়েছে পর্যটন, মৎস্য, লবণ ও টেকনাফ স্থল বন্দরসহ রাজস্ব আদায়ের বিভিন্ন সম্ভাবনাময় খাত। কক্সবাজারের এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতির পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডও গতিশীল হবে বলেন মাননীয় কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী।
পাশাপাশি এনবিআর চেয়ারম্যান সম্প্রতি কর অঞ্চল-৪ এর রাজস্ব আদায়ে অভূতপূর্ব সাফল্য অর্জন এর প্রশংসা করেন, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন এবং অঞ্চল-৪ এর সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়াও, ভবিষ্যতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের আরও সচেতন করতে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে বলে তিনি জানান।
উক্ত মতবিনিময় সভায় কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর কর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।